নারায়ণগঞ্জে গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক খলিলুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গণতন্ত্র মঞ্চ নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট খলিলুর রহমান। ১০ ডিসেম্বর শনিবার থেকে পরবর্তী এক মাসের জন্য তিনি মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

গত ৯ ডিসেম্বর শুক্রবার গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মঞ্চের সদ্য বিদায়ী সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মঞ্চের নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী পরিচালক অঞ্জন দাস, নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আবদুল মোতালেব ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মোক্তার হোসেন সহ প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত