নারায়ণগঞ্জে করোনা চিকিৎসায় নমপার্ক ব্যবহারে প্রস্তাব দিলেন শাহ নিজাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকানারায়ণগঞ্জ লিংকরোডের পাশে অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল এমিউজম্যান্ট পার্কটি (নমপার্ক)করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য প্রস্তাব দিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামশনিবার (১৮ এপ্রিল) তার ব্যবহৃত ফেসবুক আইডিতে এ প্রসঙ্গে ব্যবস্থাপনার কথা তুলে ধরে স্ট্যাটাস দেন তিনি।

শাহ নিজাম স্ট্যাটাসে উল্লেখ করেন, আমি এই জাতির ক্রান্তিলগ্নে নারায়নগঞ্জের সকল জনপ্রতিনিধি বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনারা মনে করেন, এই নমপার্ককে করোনা রোগীদের চিকিৎসা সেবায় ব্যাবহার করবেন আমি আপনাদের জন্য এটা করতে প্রস্তুত আছি। একটা স্টিল স্ট্রাকচার (যা বিভিন্ন ইভেন্ট করা হয় একদিন লাগে প্রস্তুত করতে আর আমার রেস্টুরেন্টে  ডাক্তার নার্সদের বিশ্রামের ব্যবস্থাও চাইলে করা যায়। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। বিষয়টি একটু ভেবে দেখবেন সবাই মানবতার সেবার জন্য।

উল্লেখ্য,নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩০১ জন। করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ২৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। এপর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন জন

add-content

আরও খবর

পঠিত