নারায়ণগঞ্জে করোনায় মৃত্যুর ঘটনায় যা বললেন এসপি জা‌য়েদুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জর বন্দরে করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যুতে ওই এলাকায় এখনও মানুষ প্রকাশ্যে ঘুরছে এবং ১০০ বাড়ির লোকজন গুলোকে এলাকায় রাখা। এ ব্যপারে পুলিশের কী করনীয় আছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, যে নারী মারা গিয়েছেন তাকে নরমাল সাটিফিকেট দেয়া হয়। তবে তাকে সন্দেহ কওে তার সেমপল রেখে দেয়। এবয় পরীক্ষা আমাদেরকে আইইডিসিআর আমাদেরকে জানায় ওই নারীর করুনা পজেটিভ। খবর পেয়ে তাতক্ষনিকভাবে বন্দরের রসূলবাগ এলাকার আমাদেও ভারপ্রাপ্ত কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল, সিভিল সার্জন, ইউএনও, টিএনও, এবং আইইডিসিআর এলাকাটি পরিদর্শন করেন। এবং সিদ্ধান্ত নেন পুরো এলাকাটি লকডাউন করা হয়।

তিনি আরো বলেন, গলির ১০০ বাড়ি আছে লোকজন একশটি বাড়ি লক ডাউন করা হয়েছে। লাল পতাকা লাগানো হয় এবং গলির মুখটি সিল গালা করা হয়। পুলিশ ২৪ ঘন্টা ডিউটিতে আছে। গলিত ভেতরে যে আবস্থান করছে যে ১০০ জন সেখানে শুধু স্বাস্থ্যকর্মী বা জেলা প্রশাসেনর লোক সেখানে যাবেন এবং ড়িগে তাদের চিকিৎসা দেবে এবং তাদেও খাবার দেবে। তাদের খাবার পুলিশ গলির মুখটি কটন করেছে। যার কারনে গলির মুখ দিয়ে ঢোকা বা বের হবার সুযোগ নেই। বন্দর উপ‌জেলায় ক‌রোনায় একজ‌নের মৃত্যুর ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের সা‌র্বিক নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন সড়ক প‌রিদর্শণ শে‌ষে চাষাড়ায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান পিপিএম, বিপিএম (বার), নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মনিরুল ইসলাম (পদউন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী ইমরান সিদ্দীকি, খ সার্কেল খোরশেদ আলম, র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুকর, নাা.গঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) আব্দুল হাই সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত