নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের শারীরিক অবস্থা ভালোর দিকে। আক্রান্ত নন তিনি। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে করোনা আক্রান্ত হয়েছেন জেলা করোনা ফোকাল র্পাসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। তিনি করোনার প্রথম পর্যায়ে আছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডিসির সরকারি বাসভবন থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তবে নমুনা পরীক্ষায় পজেটিভ রয়েছে জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎকের করোনা শনাক্ত হয়। বিভিন্ন সভা ও কার্যক্রমে ওই চিকিৎসকের সংস্পর্শে ছিলেন এসব উর্ধ্বতন কর্মকর্তা।
আইসোলেশনে থাকা জেলা করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, আমি আইসোলেশনে আছি। ডিসি সাহেবের নমুনা ফল নেগেটিভ এসেছে। তার শারীরিক অবস্থা ভালোর দিকে। এদিকে সেলফ হোম কোয়ারেন্টিনে আছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।