নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরো ৭৭, মোট ৩৮৬ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭৭ জন। যা ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর হিসেবে সর্বোচ্চ। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮৬ জন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইনসংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে এই তথ্য জানানো হয়।

 প্রসঙ্গত, ১৮ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ৩০৯ জন। ১৯ এপ্রিল নতুন ৭৭ জন করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জে বেড়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর। রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ৩১২ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৪৫৬ জন, সর্বমোট মৃত্যু হয়েছে ৯১ জনের বলে জানিয়েছে আইইডিসিআর।

add-content

আরও খবর

পঠিত