নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জবাসীকে অপ্রয়োজনে ঘরের বাহিরে না আসতে হাতজোড় অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল (ভিপি বাদল)। রবিবার (৫ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃিতিতে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেছেন, এই অবস্থাতে কেউ বাহিরে বের হবেন না। পরিস্থিতি ভয়াবহের দিকে যাচ্ছে, তাই এখন সবাইকে ঘরে থাকতে হবে। করোনা সংক্রমণ রোধে সবাইকে এখন জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখহাসিনার দেয়া সরকারী সকল নির্দেশ ও স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলতে হবে। তাই আমার প্রিয় নারায়ণগঞ্জবাসীকে অতিব জরুরী না হলে ঘরের বাহিরে না আসতে হাতজোড় করে অনুরোধ করছি।
বিবৃতিতে তিনি আরো জানান, বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে শুধু সিটি করপোরেশনই নয় সাথে জেলা প্রশাসককে প্রতিটি উপজেলায় জীবানুনাশক ছিটানো প্রয়োজন। শুধু শহরে দিলেই হবে না, উপজেলার গ্রামগুলোতেও ছিটাতে হবে। আর শুধু একবার জীবানুনাশক ছিটালেই হবে না, বার বার দিতে হবে। তাই আমার সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের কাছে অনুরোধ যেন বার বার জীবানুনাশক ছিটায়।