নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ বলেছেন, আমি যদি নারায়নগঞ্জ-৫ আসনে নৌকার নমিনেশন পাই, তাহলে কথা দিচ্ছি কাউকে আমি নিরাশ করব না। সবাইকে সাথে নিয়ে শেখ মুজিব আদর্শ ধারন করে নারায়নগঞ্জ-বন্দরবাসীর সেবা করব। বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশের জন্ম হয়েছে।
পাকিস্তানীরা বঙ্গবন্ধুকে ১১বার ফাঁসি দিতে চেয়েছিলো, কিন্তু তার প্রতি জনমানুষের ভালোবাসা সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করেছে। কিন্তু সেদিন (১৫ আগষ্ট) জিয়া ও মুশতাকগনের নির্মমতা বিষাদসিন্ধুকেও হার মানিয়েছে। আল্লাহর রহমতে সেদিন আমার নেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বেঁচে গিয়েছিলেন। তারা দেশে ফিরে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে হাটি হাটি পা পা করে আওয়ামীলীগকে সংগঠিত করেছেন।
বন্দরে জাতীয় শোক দিবস উপলক্ষে ২১নং ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে আয়োজিত দোয়া ও শোক সভার প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ দেশের মানুষ অত্যন্ত ভালো আছে। শেখ হাসিনা শ্রমিক, বিধবা, এমনকি বৃদ্ধা সবাইকেই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন। কিন্তু পাকিস্তানি পক্ষের শক্তি বিএনপি দেশের এই উন্নয়নে খুশি নয়। তারা ছাত্রদেরও ব্যবহার করে এদেশে অরাজকতা করতে চায়। তারা দেশের শান্তি কি চাইবে? বিএনপি তো সুযোগ পেলেই মানুষ পোড়ায়। স্বাধীণ দেশকে বিএনপি-জামাত অশান্ত করতে চেয়েছিল। তারা দেশকে অশান্ত করতে গিয়েই নিজেরাই কুপোকাত। কিন্তু জননেত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় তা ভেস্তে গেছে। ওয়ান ইলিভেনের সরকার দেশে শুধু লুটপাট করে গেছে, তাদের জনগন প্রত্যাখান করেছে। কথায় আছে না মায় পুতে মিল্লা দেশটা খাইলো গিল্লা। তারা দেশকে গিলেই নিয়েছিলো।
শুক্রবার বাদ জুম্মা ২১নং ওয়ার্ডস্থ শাহীমসজিদ পল্লীবিদ্যুৎ মোড় প্রাঙ্গণ আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিমউদ্দিন প্রধাণ। নাসিক ২১নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক আল-মামুনের সভাপত্বিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা জাতীয়পার্টির আহ্বায়ক আলহাজ্ব আবুল জাহের, মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোসেন, সহ-সভাপতি মজিবুর রহমান, মঞ্জুরুল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড জাপা’র সভাপতি আব্দুর রশিদ কন্টাক্টর, ২১নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসান, বন্দর থানা ছাত্রলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন মানু, ২১নং ওয়ার্ড শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মো. রিপন, সহ-সভাপতি শিপন শেখ, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, লিটন মিয়া প্রমূখ।