নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন প্রশ্নবিদ্ধ !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয় মেধাবী এক প্রার্থীকে বাইরে রেখে  বিনা প্রতিদ্বন্দীতায় জয়ের দিন গুনছে প্রভাবশালী এক প্রার্থী। আগামী ২৬ ফেব্রুয়ারী হতে যাওয়া ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষক প্রতিনিধি পদে সম্ভাব্য এক প্রার্থীর জয়ের গণজোয়ারে ভীত হয়ে হুমকি-ধামকি দিয়ে তাকে কোনঠাসা করার পায়তারা করছে একটি প্রভাবশালী মহল।

জানা গেছে,নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার আশির্বাদপুষ্ট কৃষ্ণা রাণী দেব নামের জনৈক এক প্রার্থী পরপর ৪ বার শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরেও আসন্ন নির্বাচনে তাকেই মনোনয়ন দিয়েছে একটি স্বার্থাম্বেষী মহল। তবে অপর প্রার্থীর ভাষ্য মতে একজন প্রার্থী উক্ত পদে ৩য় বারের মত প্রার্থীতা করার বৈধতা রাখে না।  অদৃশ্য শক্তির শেল্টারে কৃষ্ণা রানীকে বার বার কমিটিতে আনা হচ্ছে। অথচ কেউ প্রার্থীতা চাইলে তাকে জোরপূর্বক নির্বাচন থেকে সরিয়ে দেয় হচ্ছে।

তিনি আরো জানান, গত বছর তাকে বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে নির্বাচন থেকে দুরে রাখা হয়। এ বছর তাকে এবং কৃষ্ণা রাণীদেবকে মনোনয়ন প্রস্তাবকারী ব্যাক্তি অভিন্ন,কোর্ট অফ কন্ট্রাক্ট অনুযায়ী। যার দরুন ২ জন প্রার্থীর-ই মনোনয়ন বাতিল বলে গন্য হবে, যেহেতু একই ব্যাক্তি সর্বোচ্চ এক জনকে সমর্থন করার নির্দেশনা রয়েছে। কিন্তু রহস্য জনক কারনে কৃষ্ণা রানী দেবের মনোনয়ন বৈধতা দিয়ে অপর প্রার্থীকে অবাঞ্চিত ঘোষণা দিয়েছে একটি অসাধু মহল। এ ব্যাপারে সোমবার  বঞ্চিত প্রার্থী নির্বাচন বাতিলের দাবি তুলে বন্দর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

add-content

আরও খবর

পঠিত