নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে দুই দিন ব্যাপী নানা আয়োজন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের দেউলী চৌরাপাড়া কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নজরুল মঞ্চে কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী ও বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ৯ ই মে কবি জীবন নিয়ে আলোচনা, নজরুল সংগীত পরিবেশনা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন কবি কাজী নজরুল ইসলামের নাতনী নজরুল ইন্সটিটিউটের পরিচালক খিলখিল কাজী।  প্রথম দিন প্রধান অতিথি  থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। অতিথি হিসেবে থাকবেন সাবেক অতিরিক্ত সচিব ড. এস.এম. আসফারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, তারুন্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ রশিদ,অগ্নিবীণার সভাপতি এইচ. এম. সিরাজ।

দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। অতিথি হিসাবে থাকবেন মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অ্যাডভোকেট সুলতানুজ্জামান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ মাস্টার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত