নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( দ্বীন ইসলাম হীরা ও মো. শামীম ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদের বিচক্ষণতায় বুধবার সন্ধ্যায় হালুয়াপাড়া ব্রীজের পূর্ব পাশের মার্কেটের সামনে থেকে সোহেল (২৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্র মতে, মেম্বার আবু সাঈদ ব্যক্তিগত কাজ শেষে উক্ত এলাকার একটি দোকানে বসে জনসাধারণের সাখে কথা বলছিলেন।
দোকানের সামনে দিয়ে সোহেল অতিক্রম করার সময় মেম্বারের তা সন্দেহ হয়, তখন তাকে ডেকে তার দেহ তল্লাশী করা হলে তার কাছ থেকে ১৪ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং সাথে সাথে নিকটস্থ কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়া হয় এবং খবর পেয়ে উক্ত তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ও এএসআই হারুন দ্রুত ঘটনাস্থলে পৌছলে সমবেত সকলে মিলে পুলিশের হাতে উক্ত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সোহেলকে সোপর্দ করে।
মাদক সেবীকে ধরার খবর শুনতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে স্থানীয় রাসেল আহম্মেদ, যুবলীগ নেতা নজরুল ইসলাম বাদশা, ডাঃ মোস্তফা মিয়া, জসিম মিয়া, মোশাররফ মোল্লা সহ অন্যান্য সচেতন ব্যক্তিরা উপস্থিত হন এবং মেম্বার আবু সাঈদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আটককৃত মাদক ব্যবসায়ী সোহেল হালুয়াপাড়া আড্ডা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সাথে ফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।