নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহা. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশ স্বাধীনতার ৪৭ বছর অতিক্রম করেছে; এই ৪৭ বছরে আমরা ১০টি নির্বাচন দেখেছি, একাদশতম নির্বাচন আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। বারবার আমরা সরকার পরিবর্তন করেছি কিন্তু সরকার নিজেদের আখের গোছানোর কাজে ব্যাস্ত থাকতে দেখেছি আমরা। কী পেয়েছি আমরা এটা বড় নয় কী হারিয়েছি আমরা সেটাই দেখার বিষয়, চিন্তা করার বিষয়। আমরা দূর্নীতিতে ৫বার বিশ^ চ্যাম্পিয়ন হয়েছি। চোরের অপবাদের কালিমা নিয়ে আমরা বসবাস করছি, সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের ভাবার সময় এসেছে। বর্তমানে আমরা কি দেখছি, ২০১৪ সালের নির্বাচনের পর বিগত ৫ বছরে এমপিদের সম্পদ কয়েকগুণ বেড়েছে, কোন কোন ক্ষেত্রে এমপিদের অদীনস্তদের সম্পদ এমপিদের চেয়েও কয়েকগুণ বেড়েছে।
সাধারণ জনগণের আয় বাড়েনি সত্য কিন্তু তাদের ব্যয় কয়েকগুণ বেড়েছে।টিআইবির রিপোর্ট অনুযায়ী শতকরা ৯৭জন এমপি মন্ত্রী চোর। এটা এ জাতীর জন্য কলংকজনক অধ্যায়। খুন, গুম, মিথ্যা ও গায়েবী মামলা,জুলুম, নির্যাতনতো নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। জাতীয় আজ এই দূর্নীতি আর দু:শাসন থেকে মুক্তি চায়।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনি পথসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সানাউল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নারায়ণগঞ্জবাসী সচেতন, তাঁরা হাতপাখা মার্কায় একবার ভোট দিয়ে আমাদেরকে সুযোগ দিলে আমরা দেশের উন্নয়নে কাজ করব। দেশের বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকার ৩০% কাজ হয়; বাকী ৭০% চুরি হয়। ইসলামী আন্দোলনের আমীর হযরত পীর সাহেব চরমোনাই ক্ষমতায় এলে বরাদ্দকৃত টাকার ১০০% কাজ হবে। উন্নয়নের ধারাবাহিকতা শুধু বজায় থাকবে না, উন্নয়ন কয়েকগুণ বেশি হবে। সময় এসেছে আপনাদের একবার নতুনকে সুযোগ দেওয়ার; আশা করি ভুল করবেননা।
আরও বক্তব্য রাখেন, আন্দোলন জেলা কমিটির সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাও. আনোয়ার হোসেন জিহাদী, আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি মাও. শাহ আলম কাঁচপুরী, নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মদ সুলতান মাহমুদ, জননন্দিত বক্তা হাবিবুর রহমান মিসবাহ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ থানা নেতৃবৃন্দ।
পরিশেষে পীর সাহেব চরমোনাই নারায়ণগঞ্জ-১(রুপগঞ্জ) আসনের প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাসেমী, নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের প্রার্থী আলহাজ¦ নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের প্রার্থী আলহাজ¦ মাও. সানাউল্লাহ নূরী , নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থী মুহাম্মদ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫( সদর-বন্দর) আসনের প্রার্থী আলহাজ¦ আবুল কালাম মুন্সীকে পরিচয় করিয়ে দেন এবং সবার কাছে হাতপাখা মার্কায় ভোট চান।