নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর দেওভোগ হাকিম মার্কেটে একটি পরিত্যক্ত দোকানে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার এস আই খায়রুল ইসলাম জানান, লাশটি ১৫ থেকে ২০ দিন আগের হতে পারে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, কে বা কারা কি কারণে হত্যা করেছে তাকে তা তদন্ত না করে বলা যাচ্ছেনা। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।