নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে দুই নৈশ প্রহরী হত্যাকারী ডাকাতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২৩ জুলাই) ঢাকা-মদনগঞ্জ-মদনপুর সড়কে সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত চলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
লক্ষণখোলা মাদ্রসা মাকের্ট কমিটি আয়োজিত এ কর্মসূচীতে অংশ নেন এলাকার অনেক নারী পুরুষ। কর্মসূচী চলাকালে ঢাকা-মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের দুই পাশে দীর্ঘক্ষন যানজটের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
খুনি ডাকাতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে বক্তারা বলেন, মাদ্রাসা মার্কেটের পাশে একটি কোম্পানীর সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। সিসি ক্যামেরার ফুটেজে ডাকাতির পুরো দৃশ্য রয়েছে। যা এখন পুলিশের হাতে। ফুটেজে দেখা যায়, রাত ২টা ৬ মিনিট থেকে রাত ৩টা ৬ মিনিট পর্যন্ত ডাকাতরা তিনটি ব্যাটারি দোকানে ডাকাতি করে। নৈশ্য প্রহরীদের নির্মম হত্যাকান্ডের দৃশ্যও সিসি ক্যামেরায় ধরা পড়ে। কিন্তু ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও কোন ডাকাতদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, শনিবার ভোর রাতে ডাকাতরা মার্কেটের নৈশ প্রহরী রায়হান উদ্দিন ও আব্দুল মোতালেবকে হত্যা করে ৩টি ব্যাটারি দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, মামলার অনেক অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে র্যাব, পুলিশ, গোয়েন্দা বাহিনী চেষ্টা অব্যাহত রয়েছে। সব ডাকাতদের খুব দ্রুত ধরতে সক্ষম হব।