নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে বিভিন্ন যাত্রীবাহী বাসে কঠোর তল্লাশি এবং গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ৯ জুন মঙ্গলবার দুপুর ১২টা থেকে এ তল্লাশি পরিচালনা করা হয়, আর এতে নেতৃত্ব দেন গাজীপুর হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার আলী আহম্মেদ খাঁন। তাছাড়া এসময় কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন।
এ সময় আলী আহম্মেদ খাঁন গণমাধ্যমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্থান। কোন পরিবহণেই কোন ক্রমেই চাঁদাবাজী করতে দেয়া হবেনা। কেউ যদি কোন পরিবহনে বা গণপরিবহনে চাঁদাবাজী করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। করোনা দুর্যোগকালীন সময়ে আমরা কঠিন সময় পার করছি। বিশেষ করে পরিবহণের চালক, সহকারি ও যাত্রীরা মুখে মাস্ক পড়ছে কিনা, পরিবহণে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে কিনা তা নিয়মিতভাবে আমরা তল্লাশি করছি।
এক্ষেত্রে জরিমানা ও ক্ষেত্রবিশেষ গাড়ী আটক করা হচ্ছে। তাছাড়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা সচেতনতামূলক লিফলেটও বিতরণ করছি। তারপরও আমরা আহবান করবো যে, আপনার জীবন আপনার হাতে, মরণঘাতি করোনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বিষয়গুলো তদারকি করতে আমরা সকলের সহযোগিতা চাই।