ডাকাতি রো‌ধে মহাসড়‌কের পা‌শে ঝোপ পরিষ্কার করছে এসআই আজাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রুখতে মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করছে পুলিশ। ঈদকে কেন্দ্র করে সক্রিয় ডাকাত দল যেন ডাকাতি করতে না পারে কিংবা ডাকাতির প্রস্তুতি নিতে ও ডাকাতি করে পালাতে না পারে সেজন্য এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুক্রবার (১৭ মে) সোনারগাঁয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের পাশের বিভিন্ন স্থানে গভীর ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায় পুলিশকে। এতে অংশ নেয় সোনারগাঁ থানা পুলিশসহ স্থানীয় মানুষও।

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে ঈদকে কেন্দ্র করে ডাকাতদল সক্রিয় হয়ে উঠতে পারে। রাতের আধারে তারা বিভিন্ন যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে থাকে। এসব ঝোপঝাড়ে লুকিয়ে থেকে ডাকাতির প্রস্তুতি নেয় ও ডাকাতির পরে আবার এসব ঝোপঝাড়ে লুকিয়েই তারা অপরাধ করে বেড়ায়। তাই মহাসড়কের পাশের এসব ঝোপঝাড়গুলো পরিষ্কার করা হচ্ছে।

তিনি আরো জানান, এ ছাড়াও সার্বক্ষণিক টহলে পুলিশ থাকবে মহাসড়কে। ডাকাতি, চুরি ছিনতাইসহ দুর্ঘটনা রোধেও কাজ করছে পুলিশ। আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কের যেন যানজট ভয়াবহ আকার ধারণ না করে সেদিকেও সার্বক্ষণিক নজর রাখছে পুলিশ। যানজট নিয়ন্ত্রণেও মাঠে থাকবে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত