নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে চাঞ্চল্যকর দুই নৈশ প্রহরী হত্যা এবং ডাকাতি মামলার দুই দিন অতিবাহিত হলেও উল্লেখযোগ্য তেমন কোন অগ্রগতি নেই। এ অবস্থায় চাঞ্চল্যকর মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। বন্দর থানার ওসি(তদন্ত) হারুন অর রশিদ মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার রাতে বন্দরের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-,বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত সেলিম সাউদের ছেলে অপু সাউদ(২৫),বন্দরের বঙ্গশাসন এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে জাহের মিয়া(২৯) ও বন্দরের সোনাচোরা এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে আলতাফ(২৮)। আটককৃত ৩ জনের মধ্যে আলতাফ (২৮) ও অপু সাউদ (২৬) ডিবি কার্যালয়ে রয়েছে। অপর আটককৃত জাহের বন্দর থানা হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, বন্দরের লক্ষণখোলা মাদ্রাসা মার্কেটে শনিবার ভোর রাতে রায়হান উদ্দিন (৬৫) ও আবদুল মোতালেব (৫৫) নামে দুই নৈশ্য প্রহরীকে হত্যা করে ৩টি ব্যাটারী দোকানে লুটপাট চালায় ডাকাতরা। প্রহরীদের হত্যার পর ডাকাতরা তিনটি দোকান থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে দক্ষিণ লক্ষণখোলা এলাকার আমজাদ হোসেনের ছেলে সততা ব্যাটারী মেলার মালিক আমির
হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।