নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( এম ডি অনিক ) : ট্রাফিক সপ্তাহের শেষ দিনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মদনপুরে টিআই রাফিকের নেতৃত্বে এটি এস আই বাহার ও নুরুল ইসলাম সোমবার সকাল থেকে, ফিটনেস বিহীন গাড়ী ও অন্যান্য কাগজপত্র ত্রুটিযুক্ত গাড়ীর বিরুদ্ধে অভিযান চালায়।
অভিযান চলাকালে সব রকম ত্রুটিমুক্ত গাড়ীর ড্রাইভারকে বিশুদ্ধ খাবার পানি ও নানা রকম ফল দিয়ে শুভেচ্ছা জানান এবং গাড়ীর ফিটনেস ও কাগজ পত্র পদর্শনে ব্যার্থ হওয়ায় প্রায় ২০ টি গাড়ীকে মামলা দেয়া হয়।
এসময় টিআই রাফিক মৃধা সাংবাদিকদের বলেন, ট্রাফিক সপ্তাহের প্রতিদিন আমি মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় আমার সঙ্গিয় ফোর্স নিয়ে বিশেষ অবিযান পরিচালনা করেছি। ফিটনেস ও কাগজপত্র বিহীন যেকোন গাড়ীর বিরুদ্ধে আমাদের অভিযান আগেও যেমন ছিলো ভবিষতেও চলমান থাকবে। যে সকল যানবাহনের ড্রাইভারদেও ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র সঠিক আছে তাদের কে আমরা বিশুদ্ধ খাবার পানি ও বিভিন্ন ফল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে অন্যান্য সকল ড্রাইভারদের উৎসাহ প্রদান করছে।