নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জণকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে শহরের চাঁনমারী টেক্সি ও মাইক্রো স্ট্যান্ডে এ কর্মসূচী পালন করা হয়্। এসময় করোনা প্রাদুর্ভাবে কর্মহীণ হয়ে পড়া অসহায় চালক ও শ্রমিকদের মাঝে ২শত প্যাকেট নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেয়া হয়। যেখানে প্রতিটি প্যাকেটে রয়েছে, চাল, ডাল, আলু, তেল, লবন, পিঁয়াজ সহ সুরক্ষা সামগ্রী ।
জানা গেছে, ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান, প্রধান উপদেষ্টা আজমেরী ওসমান। এছাড়াও খাদ্য সমাগ্রী বিতরণ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধায়নে আছেন সভাপতি তরিকুল ইসলাম লিমন।
ওই সময় বিতরণকালে উপস্থিত ছিলেন, টেক্সি ও মাইক্রো স্ট্যান্ডের উপদেষ্টা আব্দুল হাই, হানিফ, সভাপতি জামাল হোসেন, কার্যকরি সভাপতি মুকুল মিয়া, সহ-সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মজিবর মোল্লা প্রমুখ।