নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। শুক্রবার সকালে খোরশেদ জেলা প্রশাসককে করোনা মোকাবেলায় ১৩নং ওয়ার্ডে গৃহিত কার্যক্রম অবহিত করেন। এসময় কাউন্সিলার খোরশেদ জেলা প্রশাসকের হাতে তার তৈরী ৪৫ বোতলের স্যানিটাইজারের বক্স তুলে দেন। জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন কাউন্সিলার খোরশেদকে ধন্যবাদ জানিয়ে করোনা মোকাবেলায় সার্বিক সহযোগিতার আশশ্বাস দেন।
এর আগে জেলা প্রশাসকের সভাকক্ষে নাসিকের সকল কাউন্সিলারের উদ্দেশ্য জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন করোনা মোকাবেলায় করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ১৮ মার্চ থেকে প্রায় ৬০ হাজার বোতল স্যানিটাইজার তৈরী করেন এবং নিজ ওয়ার্ড ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিতরণ করেন। তার কাছ থেকে ফর্মুলা নিয়ে প্রায় ৮০ ব্যাক্তি ও প্রতিষ্ঠান, সংগঠন লক্ষাধিক স্যানিটাইজার তৈরী করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় বিতরণ করেন।