নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) সকালে শহরের জামতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, পা ভাঙা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে ওই নারীকে ফেলে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।