নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, জাতীয় পার্টির এমপির হাতে আওয়ামী লীগকে বিলীন হতে দিবনা এবং বিএনপি জামায়াতের প্রেতাত্মারা যাদের উপর ভর করেছে তারাই এ ধরণের অগ্নিসংযোগের মত হীন কাজ করতে পারে। এই অগ্নিসংযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রতিফলন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছেন আর দলীয় ক্রোন্দল ও নেতা-কর্মীদের মধ্যে দ্বিধা-দ্বন্দ থাকলে তার এই পরিশ্রম কোন কাজেই আসবেনা। সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই নৌকাকে জয়ী করতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। আমরা সোনারগাঁয়ের মাটিতে কোন স্বাধীনতা বিরোধী শক্তিকে আর ঠাই দিবনা। তাই যারা এই অগ্নিসংযোগের মত ঘৃণ্য কাজ করেছে তাদের আপনারা চিহ্নিত করুন প্রশাসন অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবে। বৃহস্পতিবার দিবাগত রাতে সোনারগাঁয়ের জামপুর ইউপি’র আমবাগ চৌরাস্তায় এশিয়ান হাইওয়ের পাশে সোনারগাঁও উপজেলা যুবলীগের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ১২ মে শনিবার বিকেলে উক্ত কার্যালয়ের সম্মুখে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দেওয়ান শরীফ ও আরিফ, সহ-সভাপতি মাছুম চৌধুরী, মেরাজ ও মতিউর রহমান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক আরিফুল ইসলাম রবিন, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন। তাছাড়া উক্ত সভায় জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজ, বর্তমান সভাপতি মাসুদ কবির সুমন, সা. সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সনমান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ আলী, পৌরসভা যুবলীগের সা. সম্পাদক এফ এইচ বাবু, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সা. সম্পাদক শহীন, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাজী জামান, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগ সভাপতি আঃ মান্নান মেম্বার, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুপন পাল, যুগ্ম সম্পাদক চাহেল মোল্লা ও কামরুল ইসলাম, সহ-সভাপতি জাকির, ক্রীড়া সম্পাদক পারভেজ, দপ্তর সম্পাদক নাজমুল, আকিব, ছাত্রলীগ নেতা বাদল, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম, মিজান, এরশাদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া নতুনভাবে কার্যালয় নির্মাণে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন এবং আগামীকাল থেকে আর টিনের নয় পাকা কার্যালয় নির্মাণের ঘোষনা দেন।