জাতীয় পার্টির আরেক নাম নাসিম ওসমান : আলহাজ্ব আবুল জাহের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের বলেছেন, নাসিম ওসমানের সৈনিকরা সর্বদাই ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীই পাঁচ আসনের নেতৃত্বে আসবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার দুপুরে বন্দরের মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির নব গঠিত কমিটির তালিকা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আবুল জাহের আরো বলেন, জাতীয় পার্টির অপর নাম নাসিম ওসমান। নাসিম ওসমান আদর্শের প্রতীক। নাসিম ওসমানের সৈনিকরা পরাজয় বরণ করতে জানেনা। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আবারো দানবীর সেলিম ওসমানকে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচিত করতে হবে। ভুলে গেলে চলবেনা জাতীয় পার্টির শান্তি-শৃঙ্খলার দল। সংঘাত নয় ভোটের রাজনীতিতেই আগামীতে জাতীয় পার্টির জয় সুনিশ্চিত। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে ঠেকানোর সাধ্য কারো হবেনা।

আবুল জাহের ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া, ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম, জাতীয় পার্টি নেতা শফিউদ্দিন ঢালী(শফি মেম্বার), মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদ্য নির্বাচিত সভাপতি খায়রুল বাশার ভূইয়া, সাধারণ সম্পাদক গোলাপ হোসেন ভূইয়া,সহ-সভাপতি মোঃ সালাহউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক খালেক রহমান লিটন, এম এ সালাম, মোঃ সুমন, মো. রমজান প্রমুখ।

উল্লেখ্য, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির ১০১সদস্য বিশিষ্ট কমিটিতে খায়রুল বাশার ভূইয়াকে সভাপতি এবং গোলাপ হোসেন ভূইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মোঃ সালাহউদ্দিন ভূইয়া,মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া,ডাঃ নাসিরউদ্দিন, মঞ্জুর হোসেন ভূইয়া, মোঃ আফাজউদ্দিনকে সহ-সভাপতি, আবদুল করিম, হাজী সাদেকুর রহমান মেম্বার, হাবিবুর রহমান ভূইয়া, সফিকুল ইসলাম মেম্বারকে যুগ্ম সম্পাদক,খালেক রহমান লিটনকে সাংগঠনিক সম্পাদক, মহিদুল ইসলামকে অর্থ সম্পাদক, মো. আল আমিনকে প্রচার সম্পাদক, জাহাঙ্গীর হোসেন ভূইয়াকে দপ্তর সম্পাদক,তাওলাদ হোসেনকে শ্রম বিষয়ক সম্পাদক, মো. মোতালিব মিয়াকে সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মো. সিরাজুল ইসলাম ভূইয়াকে কৃষি বিষয়ক সম্পাদক, মো. সাহাবুদ্দিনকে এনজিও বিষয়ক সম্পাদক, মো. বাবুল মিয়াকে দুর্যোগ বিষয়ক সম্পাদক, হাজী মফিজুল ইসলামকে ধর্ম বিষয়ক সম্পাদক ও আনোয়ারা পারভীনকে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

add-content

আরও খবর

পঠিত