জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিসি-এসপির শ্রদ্ধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারী কর্মকতা কর্মচারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চাষাড়াস্থ বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে পুষ্পর্ঘ্য অর্পন করা হয়। প্রথমে জেলা প্রশাসক জসিম উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার জায়েদুল আলমের নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসনের পুস্পস্তবক অর্পন শেষে অন্যান্যরা শ্রদ্ধা নিবেদন করেন।জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিসি-এসপির শ্রদ্ধা

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন, জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সভাপতি এডভোকেট মহসীন মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।

পুস্পস্তবক অর্পনের পর জেলা প্রশাসনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

add-content

আরও খবর

পঠিত