নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী বলেছেন, আন্তজার্তিক পাবলিক সার্ভিস দিবস মানেই জনগণের সেবার অধিকার নিশ্চায়নের দিন। আমরা সরকারের যে যে সেক্টরেই থাকিনা কেনো জনগণের সেবার জায়গাটি ঠিক রাখতে হবে। কেননা আমরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন-ভাতা পেয়ে থাকি সুতরাং সবার আগে জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের মৌলিক দায়িত্ব। সরকারের প্রতিটি দপ্তরই পাবলিক সার্ভিসের জন্য সৃষ্টি। কাজেই আমাদেরকে জনগণের কাছে থেকেই তাদের সেবা করতে হবে। শনিবার সকালে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তজার্তিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনা শবনম, উপজেলা স্বাস্থ্য পরিবাার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল কাদির ,মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা দীন মোহাম্মদ মিয়া, মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ হামিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।