জঙ্গিদের সক্ষমতা বাড়লেও হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সম্প্রতি জঙ্গিদের তৎপরতা ও সক্ষমতা কিছুটা বাড়লেও ঈদকে কেন্দ্র করে হামলার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ ২০ই জুলাই মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে কোরবানির ঈদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জঙ্গিদের তৎপরতা ও সমতা কিছুটা বেড়েছে। জঙ্গিদের বোমা তৈরির ক্যাপাবিলিটি কিছুটা বেড়েছে। তবে পুলিশও বসে নেই। পুলিশ সতর্ক রয়েছে। আমরা সম্প্রতি জঙ্গিদের পৃথক দুটি আস্তানায় অভিযান পরিচালনা করেছি। ফলে এই ঈদে জঙ্গিদের হামলার কোনও আশঙ্কা নেই।

ডিএমপি কমিশনার বলেন, আমি কমিশনার হবার আগে (২০১৯ সালে) রাজধানীর পাঁচটি চেকপোস্টে জঙ্গিরা বোমা হামলা চালায়। সেসব বোমা কিন্তু বেশি শক্তিশালী ছিল না। তবে সম্প্রতি যেসব বোমা আমরা উদ্ধার করেছি সেগুলো অত্যন্ত শক্তিশালী। এগুলো বিস্ফোরণ ঘটলে ম্যাসাকার হয়ে যেতে পারতো। অর্থাৎ জঙ্গিদের সক্ষমতা কিছুটা বেড়েছে।

ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিদের প্রস্তুতি আছে ঠিক, আমরাও কিন্তু বসে নেই। এই বিষয়ে আমাদের যারা কাজ করছে তারা খুবই এক্সপার্ট। নিয়মিত গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। আমরা সতর্ক রয়েছি। একারণেই দুটি আস্তানা থেকে আমরা বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছি। কোনও ঘটনা ঘটনার আগেই আমরা খবর পাচ্ছি। ডিএমপির সিটিটিসির পাশাপাশি এটিইউ, র‌্যাব কাজ করছে। তাই বলতে পারি ঈদকে কেন্দ্র করে আপাতত কোনও নিরাপত্তা হুমকি নেই।

সম্প্রতি জঙ্গিবাদী তৎপরতা বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে ডিএমপির এই শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বর্তমান কোভিড পরিস্থিতির মধ্যে মানুষের বাইরে যাবার সুযোগ সীমিত হয়ে এসেছে। বিনোদনের সুযোগও কমে গেছে। এই সময়ে অনেকেই ঘরে বসে ইন্টারনেটে বিভিন্ন প্রোপাগান্ডা দেখে জঙ্গিদের ট্র্যাপে পড়ে যাচ্ছে। এসব ক্ষেত্রেও আমরা নিয়মিত নজরদারি করছি। যথাযথ নজরদারি না হলে বড় ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু আমরা এসব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছি।’

পুলিশ কমিশনার বলেন, সম্প্রতি ভারতে তিনজন বড় মাপের জঙ্গি গ্রেফতার হয়েছেন। তাদের সম্পর্কে আমাদের কাছে তথ্য ছিল। এ ধরণের তথ্য কিন্তু আমরা পরস্পর আদান-প্রদান করে থাকি। এই তিনজন জিহাদের জন্য বাংলাদেশ ত্যাগ করেছিল। এই তথ্যটা আমরা জানতাম। আমরা যথাযথ সময়েই ভারতকে জানিয়েছিলাম। এজন্য তাদের গ্রেফতার করা হয়েছে। এখন আপাতত জঙ্গি হামলার কোনও ঝুঁকি নেই। তবে আমাদের নিয়মিত কাজ করে যেতে হবে।

সুত্র : বাংলা ট্রিবিউন।

add-content

আরও খবর

পঠিত