চাষাঢ়ায় নিহত মাসুদা প্লাজার মালিকের করোনা পজিটিভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার মাসুদা প্লাজার মালিক রোটারিয়ান চৌধুরী মুহাম্মদ হাসানের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনা রিপোর্ট পজিটিভ এলে বিকেল্র দিকে নিয়ম অনুসারে তার মরদেহ খিলগাঁও কবরস্থানে দাফন করা হয়। গতকাল সোমবার (৬ এপ্রিল) দিনগত রাত ১২টায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান তিনি। তিনি রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিড টাউন এর সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৬-৭ দিন ধরেই জ্বর, সর্দিসহ আরো কিছু শারিরীক সমস্যায় ভুগছিলেন তিনি। পরে গত রোববার (৫ এপ্রিল) তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে করোনা কিনা নিশ্চিত হতে শরীরের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার দুপুরে  তার রিপোর্ট পজিটভ আসে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ পরিবারের বরাত দিয়ে জানান, করোনা ভাইরাস পজিটিভ আসায় ওই ব্যক্তিকে খিলগাঁও কবরস্থানে দাফন করেছে আইইডিসিআর।

add-content

আরও খবর

পঠিত