নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. মোতালেব মিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় তার পরিবারের তিন জনকে কুপিয়ে যখম করা হয়েছে। মারধর করা হয়েছে তাঁর ৮ মাসের অন্তঃসত্বা স্ত্রীকে। ব্যবসায়ীর অভিযোগ, দ্বিতীয় দফায় চাঁদা না পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ এবং তার অনুসারী ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
মো. মোতালেব রূপগঞ্জ উপজেলার দাউদপুর বীর হাটাবো এলাকার বাসিন্দা। তিনি জমি বেঁচাকেনার ব্যবসা করেন। এলাকায় তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিতি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এই ঘটনায় আহতরা হলেন, মোতালেবের অন্তঃসত্বা স্ত্রী আছিয়া বেগম, মোতালেবের বড় ভাই মোঘল মিয়া, মোঘলের স্ত্রী মোসা. কূহিনূর, তাদের ছেলে মো. আসাদ (১৪), মো. সাগর মিয়া (১৬) ও তাঁদের বোনের ছেলে মো. ফয়সাল (১৬)। আহতদের মধ্যে আছিয়া বেগম ও মোঘল মিয়া ঢাকার পৃথক দুটি বেসরকারি হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মোতালেব মিয়া জানান, তিনি প্রায় বারো বছর ধরে রূপগঞ্জে জমি বেঁচাকেনার ব্যবসা করছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ তাঁকে হুমকি ধামকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা আদায় করেন। তারপর থেকে তিনি এলাকায় আর ব্যবসা করেননি। এরই মধ্যে গত প্রায় এক মাস যাবৎ সুলতান মাহমুদ ও তার অনুসারী যুবদল নেতা আরাফাত মুঠোফোনে তার কাছে আরো দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে তার এক কর্মচারী শামীম স্থানীয় দেবই বাজারে গেলে সুলতান মাহমুদের অনুসারী আরাফাত, নাঈম তাকে মারধর করে।
এসময় মোতালেবকে ফোন করে ফের চাঁদা দাবি করে। মোতালেব চাঁদা দিতে রাজি না হলে বিকেলে সুলতান মাহমুদের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার তিন তলা বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির দোতলা পর্যন্ত ভাঙচুর করে অন্তত ১৮ ভরি সোনা ও নগদ এক লাখ টাকা নিয়ে যায়। পরে গ্রামের লোকজন মসজিদের মাইকে ‘ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দিলে তারা এলাকা ছেড়ে চলে যায়।
মোতালেব জানান, হামলার সময় সুলতান মাহমুদ ছাড়াও তার চাচাতো ভাই হাবিবুর রহমান, সুলতানের অনুসারী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত, সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল পাশা, নাঈম ইসলাম তার ভাই নাদিম ইসলাম ও সাইফুল ইসলাম ভাঙচুর এবং লুটপাটে অংশ নেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৪৩ বছর বয়সের এক নারী নাম না প্রকাশের শর্তে বলেন, আগে ছাত্রলীগের লোকজন যেভাবে আসতো তেমনি করেই ওরা আসলো। হাতে লাঠিসোঁটা রামদা। ওরা ভাঙচুর করে বাড়ির লোকজনকে মারধর করে। আছিয়া মোবাইলে ভিডিও করার সময় ওরে মারলো। পোয়াতি মাইয়া মানসের উপরে হাত তোলাটা ঠিক হয়নাই।
ঘটনার অন্তত দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন লুটপাটের সময় হামলাকারীরা স্থানীয় লোকজনকে ভিডিও এবং ছবি তোলায় বাধা দেয়।
তবে এবিষয়ে সুলতান মাহমুদের কোন বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে তার মুঠোফোনে ফোন করা হলে একবার তিনি সাড়া দেননি। তারপর থেকে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এবিষয়ে তাকে ক্ষুদে বার্তা পাঠিয়েও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
পরে আরেক অভিযুক্ত যুবদল নে তা মো. আরাফাত নিজেকে সুলতান মাহমুদের অনুসারী পরিচয় দিয়ে বলেন, ‘মোতালেব ভালো লোক না। আওয়ামী লীগের সময় সে আমাদের অনেককেই মিথ্যা মামলায় জেলে দিয়েছে। এলাকায় তার অনেক বড় বাহিনি আছে। আওয়ামী লীগের সময় থেকে তার বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। মঙ্গলবার গ্রামবাসী মিলেই তার বাড়িতে যায়। এসময় তার ভাই রামদা হাতে তেড়ে আসলে নিজের অস্ত্রের আঘাতেই আহত হয়।’
চাঁদা চাওয়ার অভিযোগের বিষয়ে বলেন, তাঁকে ফোন করে বলেছি, আগে যেসব লোকজনের বিরুদ্ধে সে মামলা মোকদ্দমা করেছে তাদের নিয়ে যেন বসে মিমাংসায় যায়। চাঁদা চাইনি। বাড়িঘর ভাঙচুর ও লুটের সময় সুলতান মাহমুদসহ তারা কেউ ঘটনাস্থলে যাননি বলে দাবি করেন এই যুবদল নেতা।
এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনার পর ভোলাব তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী পরিবারকে আমরা অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছি। তাঁদের দুজন হাসপাতালে ভর্তি। তারা হয়তো একারনে অভিযোগ দেয়ারা সময় পায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।