নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে টানা চতুর্থবারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সভাপতি নির্বাচিত হওয়ার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সেলিম ওসমান সহ নির্বাচিত সকল পরিচালকদের বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনের (২০১৭-১৯) অংশ হিসেবে বিকেএমইএ নির্বাচন বোর্ডের তত্বাবধানে অফিস বেয়ারাস নির্বাচনে বিনা প্রতিদ্ব›দ্ধীতায় চতুর্থবারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। সেই সাথে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মনসুর আহম্মেদ, ফজলে শামীম এহসান, গাওহার সিরাজ জামিল। সহ-সভাপতি (অর্থ) পদে হুমায়ুন কবীর খাঁন শিল্পী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এ সময় নির্বাচন পরিচালনা বোর্ডের নেতৃবৃন্দ সহ পরিচালনা বোর্ডের নব নির্বাচিত সকল পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত বাকী ২২জন পরিচালক হলেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, জি. এম ফারুক, শামীম আহমেদ, মোস্তফা জামাল পাশা, আলমগীর কবীর, নুরুল আলম চৌধুরী, মজিবুর রহমান, অমল পোদ্দার, আল-আমিন, মোরশেদ সারোয়ার, শহীদউদ্দীন আহমেদ আজাদ, আতাউর রহমান, তারেক আফজাল, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, শেখ এইচ. এম মুস্তাফিজ, মহিবুর রহমান, মোঃ মোস্তফা মনোয়ান ভূঁইয়া, ফজলুল কাদের ও রাজিব দাস সুজয়।
এবারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও নির্বাচন বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন এফবিসিসিআই এর বর্তমান পরিচালক প্রবীর কুমার সাহা এবং নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর সাবেক সভাপতি মাহমুদ হোসেন ।
এদিকে এমপি সেলিম ওসমান ৪র্থ মেয়াদে বিকেএমইএ এর সভাপতি নির্বাচিত হওয়ায় সোমবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ ক্লাবের নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বর্ণাঢ্য সংবধনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল এর সভাপতিত্বে নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ী সংগঠন ও জনপ্রতিনিধিরা নব নির্বাচিত সভাপতি এমপি সেলিম ওসমান সহ সকলকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি ছাড়াও, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগ, নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, আলীরটেক, কলাগাছিয়া, গোগনগর, ও গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার বৃন্দ, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাকলরী ক্যার্ভাটভ্যান শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি, নারায়ণগঞ্জ জেলা দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী সমিতি, নারায়ণগঞ্জ কলেজের পরিচালনা পর্ষদ, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক পরিষদ, জাতীয় গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, জেলা ও মহানগর শ্রমিক পার্টি, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক কার্ভাটভ্যান ট্যাংকলরী মালিক সমিতি, ফ্রেন্ডস মার্কেট বস্ত্র ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ নীট ডাইং ওর্নাস অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতি, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়শেন, বাংলাদেশ নীটিং ওর্নাস অ্যাসোসিয়শেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন, নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতি, নিউজ পেপার ওর্নাস অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য যে, বিকেএমইএ নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গত ২০-০৬-২০১৭ তারিখের যৌথ সভায় ২০১৭-১৯ বছরের বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সেই মোতাবেক সদস্যদের ভোটার হওয়ার শেষ সময় ছিল ১১ জুলাই। গত ২ আগষ্ট চূড়ান্ত ভোটার হিসেবে ৭৪০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে ০৫ আগষ্ট মোট ২৭টি মনোনয়নপত্র দাখিল করা হয়। বিকেএমইএ নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড বানিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ধারা ১৭ এর (১) অনুসারে গত ২১ আগষ্ট ২০১৪ তারিখে সর্বমোট ২৭ টি পদের (অপ্রতিদ্বন্দ্বিত নির্বাচন, ধারা ১৭ এর (১) ,বানিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪) বিপরীতে শুধুমাত্র ২৭ জন প্রার্থী থাকায়, তাদেরকে বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন ২০১৭-১৯ তে চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষনা করেন। পরিপ্রেক্ষিতে সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭ অফিস বেয়ারার্স পদে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, অপ্রতিদ্বন্দ্বিত নির্বাচন হওয়ায় নির্বাচন সিডিউল মোতাবেক ৯ সেপ্টেম্বর নির্বাচন ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি।