গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৪ শ্রমিক দ্বগ্ধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় খন্দকার নামের একটি ডকইয়ার্ডে জাহাজ নির্মানে ওয়েডিংয়ের কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে শ্রমিক দ্বগ্ধ হয়েছে শ্রমিককে গুরুতর দ্বগ্ধ অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার সকাল ৮টায় বন্দর খেয়াঘাট সংলগ্ন খন্দকার ডকইয়ার্ডে বিস্ফোরনের ঘটনা ঘটে আহত শ্রমিকরা হলেন, বিল্লাল(৪০), সোহরাওয়াদি(৩৫), কবির(২৮), হাসিম(৪০) তারা চার শ্রমিক ডকইয়ার্ডে ওয়েল্ডিংয়ের কাজ করতো

জাহাজের ম্যানেজার আসলাম জানিয়েছেন, নির্মানাধীন জাহাজটির দ্রুত কাজ শেষ করার জন্য জাহাজের কন্ট্রাকটার বাদশা মিয়া পাশের খান ডকইর্ডের কর্মরত ওই চার শ্রমিককে ওভারটাইমে কাজ করাচ্ছিল। আজ সকালে জাহাজে ওয়েডিংয়ের কাজ করার সময় অসাবধানতার কারনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে চার শ্রমিক দ্বগ্ধ হয়

ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ডকইয়ার্ডে বিস্ফোরনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে খোজ নিয়ে প্রাথমিক ভাবে জানতে পেরেছে গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ থাকায় অসাবধানতার কারনে বিস্ফোরনের ঘটনা ঘটেছে

add-content

আরও খবর

পঠিত