গলা‌চিপা রেল মা‌র্কেটের থান ব‌্যবসায়ী অজয় সাহা নি‌খোঁজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতি‌নি‌ধি ) : নগরীর উ‌কিলপাড়াস্থ নিজ বাসা থে‌কে বের হ‌য়ে ৪ দিন যাবৎ নি‌খোঁজ র‌য়ে‌ছে থান কাপড় ব‌্যবসায়ী অজয় সাহা (২৭)। ‌সে দীর্ঘদিন যাবৎ নগরীর গলা‌চিপা রেলও‌য়ে মা‌র্কেটের অ‌র্পিতা ট্রেডার্স নামক প্রতিষ্ঠা‌নে থান ব‌্যাবসা ক‌রে আস‌ছি‌লো। এ বিষ‌য়ে বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারী) নারায়ণগঞ্জ সদর ম‌ডেল থানায় এক‌টি সাধারন ডা‌য়েরী এ‌ন্ট্রি ক‌রে‌ছেন নি‌খোঁ‌জের বড় ভাই রা‌জেশ সাহা। সাধারন ডা‌য়েরী নং ১১১৭।

জি‌ডি সূ‌ত্রে জানা গে‌ছে, মৃত গ‌ণেশ সাহার তৃতীয় পুত্র অজয় সাহা গত ২৯ জানুয়ারী সন্ধায় আনুমা‌নিক সন্ধা ৭টার দি‌কে উ‌কিলপাড়াস্থ ৭৬ বি.বি রো‌ডস্থ নিজ বাসভবন থে‌কে বের হ‌য়ে আর ফি‌রে আসে‌নি। পরবর্তী‌তে নি‌খোঁজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সক‌লে অ‌নেক খোঁজা-খু‌ঁজির প‌রেও তার সন্ধান পায়‌নি। এমন‌কি তার ব‌্যাবহৃত মোবাইল নাম্বার দু‌টিও (০১৬৭২৭২৮০৬৩, ০১৬১৮১০৬৩৬২) বন্ধ র‌য়ে‌ছে। নি‌খোঁজ অজয় সাহার গা‌য়ের রং- শ‌্যাম বর্ণ, উচ্চতা ৫ ফুট ৮ ই‌ঞ্চি। বাসা থে‌কে বের হওয়ার সময় তার পর‌নে ছি‌লো জিন্স পেন্ট, চেক শার্ট ও শী‌তের উ‌ডি জে‌কেট।

কোন সহৃদয়বান ব‌্যা‌ক্তি য‌দি অজয় সাহার সন্ধান পে‌য়ে থা‌কে তাহ‌লে ০১৯১২০৬১৫১৫ নাম্বা‌রে যোগা‌যোগ করার জন‌্য বি‌শেষ অনু‌রোধ ক‌রে‌ছেন নি‌খোঁজের বড় ভাই রা‌জেশ সাহা।

add-content

আরও খবর

পঠিত