গনহত্যা দিবস উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ২৫ র্মাচ গনহত্যা দিবস উপলক্ষে বন্দরে বদ্ধভূমিতে শহীদের ম্মৃতিস্তম্বে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে বন্দর উপজেলা প্রশাসন। রোববার সকাল ১০টায় বন্দর সিরাজদৌল্লা মাঠ প্রাঙ্গনে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশিদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, বন্দর উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নূরুল আমিন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনর্চাজ ডা. আব্দুল কাদির প্রমুখ।

শ্রদ্ধানিবেদন কালে আরো উপস্থিত ছিলেন বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান, বন্দর থানা আওয়ামীলীগ নেতা শাহজাহান মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর সেচ্চাসেবকলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনু, বন্দর থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিম ও অপুসহ বন্দর গার্লস স্কাল এন্ড কলেজের শিক্ষার্থী ও আওয়ামীলীগ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বন্দরে পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠে বর্বর পাক হানাদার বাহিনী। ২৫ মার্চ দিনটি বন্দরবাসীর জন্য বড়ই বেদনাদায়ক এবং শোকের দিন। রাজাকার এবং স্থানীয় দোসরদের সহায়তায় বন্দরে প্রবেশ করে পাকিস্তানি বাহিনী । তারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয় । বিভিন্ন গ্রাম থেকে নিরীহ মানুষ ধরে এনে সিরাজদ্দৌলা ক্লাবের মাঠের দক্ষিণ- পশ্চিম কোণে জড়ো করে হত্যা করা হয়।

add-content

আরও খবর

পঠিত