নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে থানা শ্রমিক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার বিকালে স্থানীয় ইলুমদী এলাকায় সভার আয়োজন করা হয়। এ সময় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সহ-সভাপতি মিরজুল হাসান নয়ন মোল্লা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা থাকলে খালেদা জিয়া মুক্তি পেতেন। স্বৈরাচারি শেখ হাসিনার নির্দেশেই আদালত বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এ সরকার। তারা জনগণের ওপর আস্থা রাখতে পারছে না। তাই পুলিশ ও আদালতকে ব্যবহার করছে। দ্রুত তম সময়ের মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়েছেন জেলা বিএনপির তরুণ এ নেতা।
তাছাড়া এ সময় বিশেষ অতিথির বক্তব্যে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, সরকারের কাজের কোনো সমলোচনা করলেই হামলা ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্রলীগের টর্চাসেল বানানো হয়েছে। তাদের হাতে নিহত হচ্ছেন মেবাধী শিক্ষার্থীরা। সর্বখাতে চলছে লুটপাট ও দুর্নীতির এক মহোৎসব। আওয়ামী লীগ রাতের আধাঁর ভোট চুরি করে ক্ষমতায় এসে পুলিশ দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছে। আইন করে দেশের গণমাধ্যমের গলা টিপে ধরা হয়েছে। সত্য প্রকাশ করলেই সাংবাদিকদের নামে দেয়া হচ্ছে হয়রানিমূলক মামলা।
সভায় জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু বলেন, দেশ চলছে এক ব্যাক্তির ইশারায়। ওই ব্যক্তির নির্দেশেই বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না। খালেদা জিয়াকে জাবিন কেন দেয়া হচ্ছে না, আমি সরকারের কাছে জানতে চাই। জামিন পাওয়াটা তার মৌলিক অধিকার। দ্রুত সময়ের মধ্যে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।
আয়োজিত সভায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভানেত্রী নুন্নাহার বেগম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদ, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাসেম ফকির, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বুলবুল, ব্রাহ্মন্দ্রী ইউপি বিএনপির সভাতি সামছুল হক, সাধারণ সম্পাদক শামীম, সদাসদী বিএনপির নেতা গাজী মাসুদ, গোপালদী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল ও গোপালদী শ্রমিক দলের নেতা শামীম প্রমুখ।