নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বিতর্ক একটা শেষ হলেই আরেকটা বিতর্ক শুরু। আর এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে পুলিশে থানা অন্য সদস্যদেরও। এবারও বিব্রতকর তেমনই এক পরিস্থিতি সৃষ্টি করেছে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল হক।
অভিযোগ, সাগর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে সে সাড়ে তিন লাখ টাকা। যদিও এমন অভিযোগের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) সামলু হককে ক্লোজড করেছে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা ঝড়।
জানা গেছে, বন্দর ফরাজীকান্দা এলাকার লাহর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সাগর মিয়াকে সোমবার রাতে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সামসুল হক গ্রেপ্তার করেন। এরপর ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৩ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেন বলে সাগরের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ করেন। টাকা নিয়ে মঙ্গলবার ৫৫ পিস ইয়াবাসহ সাগর মিয়াকে আদালতে পাঠান এসআই সামছুল আলম।
এ অভিযোগে জেলা পুলিশ সুপার মঈনুল হক বুধবার রাতে বন্দর ফাঁড়ি থেকে এসআই সামসুল আলমকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে পাঠান।
উল্লেখ্য, এসআই সামছুল আলম গত ৮ জুন বন্দর ফাঁড়িতে যোগ দেন। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। সিদ্ধিরগঞ্জেও তিনি বেপোরোয়া ছিলেন। সেখানে তিনি সোর্স নিয়ে সাদা পোষাকে ধাবড়িয়ে বেড়াতেন। নানাভাবে অপরাধীদের সাথে সাধারন মানুষকেও হয়রানি করতেন বলে সিদ্ধিরগঞ্জবাসী অভিযোগ করেছেন।