কৃত্তিম বন্যায় প্লাবিত ধামগড় ইউনিয়ন পরিষদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘ দিনেও পূর্ণ:নির্মাণ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা আর দায়িত্বহীণতার ফলে যুগ যুগ ধরেই পরিত্যাক্ত ভবনে দায়িত্ব পালণ করছে পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারগণ।

পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের জন সাধারণকেও জীবনের নিরাপত্তার কথা বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ ছাদের নিচে বসেই সেবা নিতে হচ্ছে। এমনিতেই পরিষদ ভবন জরাজীর্ণ তার উপরে আবার সুষ্ঠ ড্রেনেজ ও পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় পুরো বর্ষা মওসুমই হাটু পানিতে ডুবে থাকে পরিষদ অভ্যন্তর। মাসের পর মাস পানিতে নিমজ্জিত থাকায় দূর-দূরান্ত হতে সেবা নিতে আসা জন সাধারণকে হাঁটু পানি মাড়িয়েই প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।

এ ব্যাাপারে ধামগড় ইউনিয়নের খোচেরছড়া এলাকার জনৈক বাসিন্দা নাম প্রকাশ নাা করার শর্তে জানান, ধামগড় ইউনিয়ন পরিষদ একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত নারী-পুরুষ এই ইউনিয়ন পরিষদে আনা গোনা করে থাকে। কিন্তু ইউনিয়ন পরিষদ অভ্যন্তর হাঁটু পানি তলিয়ে যাওয়ার কারণে ইউনিয়নবাসীকে অত্যন্ত নাজুক পরিস্থিতি মোকাবেলা করে প্রয়োজনমাফিক তাদের চাহিদা সম্পন্ন করতে হচ্ছে। ভবনটি পূণ:নির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরে একাধিকবার আবেদন নিবেদন করেও কোন প্রতিকার পাচ্ছেনা। এলাকাবাসী অনতিবিলম্বে ধামগড় ইউনিয়ন পরিষদ আধুনিকায়সহ নতুন ভবন নির্মাণের জোরালোদাবি জানিয়েছেন।

add-content

আরও খবর

পঠিত