নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) মদনপুর, ফুলহর, চাপাতলী, লালখারবাগ, কুড়িপাড়া সহ আশেপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে গেল কয়েকদিনে প্রায় ১৫ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাগলা কয়েকটি কুকুর কোন কিছু বুঝে উঠার আগেই বিভিন্ন বয়সী ১৫ জন ব্যক্তিকে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। কুকুরকে ধাওয়া দিলেও স্থানীয়রা কুকুরগুলোকে ধরতে পারেনি বলে জানা গেছে।
এদিকে জলাতঙ্ক রোগের আক্রান্ত হবার আশংকায় দিন কাটাচ্ছেন অনেকে। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ নিয়ে জনমনে শংকার সৃষ্টি হয়েছে। তাছাড়া কুকুরের কামড়ের ভয়ে স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবক মহল যথেষ্ঠ উদ্বিগ্ন বলে সাংবাদিকদের জানানো হয়েছে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার তত্বাবধানে দীর্ঘদিন বেওয়ারিশ কুকুর নিধনের কার্যক্রম বন্ধ থাকায় কুকুরের উপদ্রব বেড়ে গেছে বলে দাবী সচেতন মহলের।
এদিকে এ বিষয়ে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের সাথে কথা বললে তিনি জানান, ‘বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমিও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। সিটি কর্পোরেশনে বেওয়ারিশ কুকুর নিধনের কোন ব্যবস্থা আছে কিনা সে বিষয়ে আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ সমস্যার একটি কার্যকর সমাধানের প্রচেষ্টা চালাব’।
উল্লেখ্য বিগত সময়গুলোতে উপজেলা প্রশাসন কর্তৃক জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য জনাকীর্ণ জায়গাগুলোতে কুকুরের দেহে “রেবিস” বা “জলাতঙ্ক” প্রজনন নিষ্ক্রিয় করণের লক্ষ্যে অভিযান চালাতে দেখা গেলেও, বর্তমানে তা আর না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা এবং অত্র ২৭নং ওয়ার্ড সহ সকল ওয়ার্ড থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা ।