নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল কায়সার হাসনাতের সমর্থক যুবলীগ নেতা মাহবুব পারভেজের বাড়ি থেকে গাঁজা ও ছোড়া উদ্ধার করেছে পুলিশ। এসময় যুবলীগ নেতাকে না পেয়ে তার বাবা-মা সহ পরিবারের ৫ সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বৃহষ্পতিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে কাঁচপুর সেনপাড়া এলাকায় তার বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার সহ তাদের অঅটক করা হয়।
আটককৃতরা হলেন, যুবলীগ নেতা মাহবুব পারভেজের বাবা ষাটোর্ধ্ব আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল বারেক, তার মা মমতাজ বেগম (৫৫), ছোট ভাই শাহাদাত হোসেন (২৮), বোন শামীমা আক্তার (২৪) ওযুবলীগ কর্মী খোকন। মাহবুব পারভেজে সোনারগাঁ উপজেরার কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
মাহবুব পারভেজ জানান, সোনারগাঁ থানা পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়ার নেতৃত্বে বৃহষ্পতিবার ভোররাতে তার বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে অভিযান চালায়। পরে মাহবুব পারভেজকে বাসায় না পেয়ে তার ষাটোঊর্ধ্ব বাবার সাথে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করে। বাড়ির সকলের সাথে দূর্ব্যবহার করেন।
একপর্যায়ে পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া তার মোবাইল ফোনে কথা বলে মাহবুবের বৃদ্ধ বাবা আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল বারেক, মাতা-ভাই-বোনসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া বলেন, মাহবুব পারভেজের ঘর থেকে এক কেজি গাঁজা ও ছোড়া উদ্ধার হয়েছে। মূল আসামী মাহবুব পারভেজ। গ্রেফতারকৃতরা সহযোগী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।