কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। এ সভায় অন্যান্য আলোচনার পাশাপাশি জানুয়ারি মাসের মামলার রহস্য উদঘাটন ও ওয়ারেন্ট তামিলে সফলতা অর্জনকারীদেরকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এসময় ক্রেস্ট ও সম্মাননা গ্রহন করেছেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক  রুবেল হাওলাদার, এসআই মো. আব্দুল হক সিকদার, এসআই মোহাম্মদ মিজানুর রহমান, উভয় জেলা গোয়েন্দা শাখা, এসআই মো. নাজিম উদ্দিন, এসআই ফরিদ আহম্মেদ উভয় রুপগঞ্জ থানা, এএসআই আব্দুল গফফার তালুকদার।

এছাড়া সভায় নারায়ণগঞ্জ জেলা আরআই মো. হাসমত আলী, সাবেক  কন্সটেবল মো. আ. করিম, মো. শাহাজালাল, মো. আকবর আলীকে অবসর জনীত কারণে এবং এসআই ফারুক আহম্মেদকে বদলী জনীত কারণে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(খ-সার্কেল) খোরশেদ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার  (সি-সার্কেল) মো. মাহিন ফরাজী ।

add-content

আরও খবর

পঠিত