নারায়ণগঞ্জ বার্ত ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মহনগর যুব সংহতি এর সাধারণ সম্পাদক রিপন ভাউয়াল। মঙ্গলবার সকালে পালপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এসময় পাচঁশত হতদরিদ্র মানুষদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেয়া হয়। প্রতিটি প্যাকেটে তাদের জন্য রয়েছে চাল, ডাল, লবন, আলু, সোয়াবিন তেল সহ সুরক্ষা সামগ্রী।
এসময় রিপন ভাউয়াল বিত্তশালীদেরকে অনুরোধ করে বলেন, করোনা সংক্রমন রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। আমরাও সেই ধারাবাহীকতায় প্রথম পর্যায়ে কমর্হীণ হয়ে পড়া পাচঁশত গরীবদের মাধ্যে আজ খাদ্য সামগ্রী দিয়েছি। আগামীকাল থেকে নন্দীপাড়া, আকড়া, ভূইয়াপাড়া ও বস্তিতে দিব। যদি বিত্তশালীরা এগিয়ে আসে তাহলে এ কর্মসূচী অব্যাহত থাকবে। অনুরোধ থাকবে তারা যেন খাদ্য সামগ্রী দিয়ে এগিয়ে আসে।