নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : করোনা ভাইরাস প্রতিরোধে ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সচেতনতা মূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। করোনা ভাইরাস কোভিড-১৯ সারা বিশ্বে এখন আতংক। করোনা আতংক নয়, বরং পরিস্কার-পরিচ্ছন্নতাই করোনা হতে মুক্তির একমাত্র পথ। এজন্য মানুষকে সচেতন হতে হবে। মানুষের হাতের সংস্পর্শে করোনা ভাইরাস ছড়ায়। এ জন্য ঘনঘন হাত ধুতে হবে।
গত ২০ মার্চ শুক্রবার সকালে হাত ধোয়ার সচেতনতা শুরু করেন ক্লাবের যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোরশেদ সারোয়ার সোহেল, প্রাক্তন জাতীয় শ্যূটার মো. শফিকুজ্জামান, সাধারণ সদস্য আরিফ আলম দিপু, অসিত বরন আচার্য্য, বিজয় কুমার সাহা, ও আরমান। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব জনসাধারণকে সচেতন করার জন্য চাষাড়ার মোড়ে ক্লাবের দক্ষিন ও পশ্চিম পার্শ্বে গেইট সংলগ্ন ২টি স্থানে হাত ধোয়ার জন্য ১০টি অস্থায়ী বেসিন স্থাপন করেছে।