নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নিজে বাঁচুন-অপরকে বাচাঁন- এ আহ্বন জানিয়ে লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এই সময় তিনি বাড়ি ময়লা আবর্জনা যততত্র স্থানে না ফেলে নাসিক নির্ধারিত এনজিও গাড়িতে ময়লা দেয়ার অনুরোধ জানান। যদি নিতে কোন সমস্যা করে তাকে ফোনে জানানো জন্য আহবান জানান। বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় চাষাড়া মহিলা কলেজের সামনে, গলাচিপা, চাষাড়া, বালুর মাঠ, জামতলা, তোলারাম কলেজ, ঈদগাহসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে কাউন্সিলর খোরশেদ বলেন, আপনারা অবগত আছেন যে, সাড়া বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে। বাংলাদেশও আশংকামুক্ত নয়। ইতিমধ্যে ঢাকায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর মত মরণঘাতী রোগের আশংকাও রয়েছে। করোনা ও ডেঙ্গুর জন্য এখনো কোন নির্দিষ্ঠ প্রতিষেধক তৈরি হয়নি বিধায় আক্রান্ত হওয়ার চেয়ে প্রতিরোধই সর্বোত্তম উপায়।
তিনি আরও বলেন, প্রানঘাতী করোনা ও ডেঙ্গু থেকে মুক্তির একমাত্র উপায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দয়া ও নিজেদের সচেতনতা। বিন্দুমাত্র হেলাফেলা করার সুযোগ নাই। তাই আপনাদের প্রতি সবিনয় নিবেদন, আপনার স্ব স্ব ধর্মের প্রতি অনুগত থাকুন। সৃষ্টিকর্তার কাছে দেশ ও জাতির জন্য ক্ষমা প্রার্থনা করুন। ধর্মীয় অনুশাসন মেনে চলুন। ডেঙ্গু থেকে বাচঁতে নিজের ঘর, বাড়ি ও আশেপাশের স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। গৃহস্থলী আবর্জনা পলিথিনে ভরে রাস্তা ঘাটে ফেলা থেকে বিরত থাকুন। পানির রিজার্ভ ট্যাংকি, বাড়ির ছাদ, ফুলের টবের পানি নিয়মিত পরিষ্কার করুন।কোথাও সচ্ছ পানি জমতে দিবেন না। সোফা ও খাটের নীচে, পর্দার আড়াল নিয়মিত পরিষ্কাার ও ঘুমানোর সময় মশারী ব্যবহার করুন।
কাউন্সিলর খোরশেদ বলেন, করোনা থেকে বাচঁতে নামাজের অজুর মত করে দিনে কয়েকবার হাত মুখ পানি দিয়ে ধৌত করুন। পশু পাখির সংস্পর্শ এড়িয়ে চলুন। মুখ ঢেকে হাঁচি কাশি দিন। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করুন এবং সম্ভব হলে এড়িয়ে চলুন। ভীত না হয়ে সচেতন হোন।
উল্লেখ্য যে, ১৩নং ওয়ার্ডের নিয়োজিত মশক নিধন কর্মীরা প্রতিটি বাাড়ি বাড়ি গিয়ে মশার ঔষধ ছিটানো হচ্ছে। ওয়ার্ডের প্রায় ২১ টি মসজিদে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনায় লিফলেট, নারায়ণগঞ্জ ও বন্দরবাসীকে সচেতনতার জন্য দৈনিক সংবাদপত্রের মাধ্যমে ২০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।