নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : করোনা উপসর্গে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকাতে সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি মারা গেছে। ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, মিশনপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ড, সর্দি, ব্যাথা সহ করোনা উপসর্গ রোগ ভুগছিলেন। তাকে নারায়ণগঞ্জের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু ঘটে।
স্থানীয় ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু জানান, সিদ্দিকুর রহমান কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। করোনা রিপোর্ট হাতে পেলে জানা যাবে পজেটিভ ছিল না নেগেটিভ।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন যাদের মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জের।