নারায়ণগঞ্জ বার্তা ( বন্দর প্রতিনিধি) : পানির হাহাকার ও সংকটাপন্ন পরিস্থিতি থেকে রেহাই পেতে এবং ৭ মাস ধরে বিকল হওয়ায় পানির পাম্প দ্রুত সংস্কারের দাবিতে রোববার সকাল ১০টায় মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের জনসাধারণ।
ইসলামবাগ পঞ্চায়েত কমিটির সদস্য ফয়সাল আহমেদের নেতৃত্বে নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে অংশ নেন ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আবদুস সামাদ,সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, হাবিবুর রহমান বাবুল, কদমরসুল পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আরিফউদ্দিন আহমেদ, ২৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক খুশরান আহমেদ, বন্দর থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম, শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কামাল আহমেদ, মোঃ আসলাম মিয়া, শাহাদাৎ হোসেন লাভলু, আকিব আহমেদ,মোঃ অপু,জাহাঙ্গীর আলম পাপ্পু, মাহাবুব হেসেন, মনির হোসেন, আসিফ মিয়া, মোঃ সিয়াপ, সামির হোসেন, রবিন মিয়া, মোঃ বাবু,ডলি আক্তার,মর্জিনা বেগম, ময়না আক্তার,সাথী আক্তার,হ্যাপি বেগম, মোঃ ইসলাম এলাকার নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ বনিতাসহ সর্বস্তরের জনসাধারণ।
বক্তারা বলেন, ২৪নং ওয়ার্ডবাসী দীর্ঘ ৭ মাস ধরে পানির অভাবে ভুগছে। মানুষের কষ্টের সীমা নেই। যেই পানি না হলে মানুষ বাঁচতে পারেনা সেই পানিই মিলছেনা ২৪নং ওয়ার্ডবাসীর ভাগ্যে। আমরা আর বরদাশতঃ করবোনা যাকে আমরা ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছি সেই এমপি ৭ মাস পরে এসে খবর নেন আমাদের। বলি এমপি সাহেব এই ৭ মাস আপনি কোথায় ছিলেন? আপনার কোন প্রতিনিধি দিয়ে এলাকাবাসীর কোন খোঁজ খবর নিয়েছিলেন ? আপনি ভুলে যাবেন না আমাদের ভোটে আপনি এমপি হয়েছেন সুতরাং আমাদের দুঃখ-কষ্টভাগ করে নেয়া আপনার উচিত।
আমরা মেয়র মহোদয়েরও সহযোগিতা কামনা করছি। আপনারা যার যার অবস্থান থেকে সহযোগিতা করলে আজকে আমাদের এই দুরবস্থা হতোনা। আমরা এই সংকট থেকে বাঁচতে চাই। আমাদেরকে মুক্তি দিন। ওয়াসাকে ৭দিনের আল্টিমেটাম দিচ্ছি যদি ৭দিনের মধ্যে এই ২৪নং ওয়ার্ডবাসীর পানির সমস্যা সমাধাণ না করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে নামবো। আপনারা পানি নিয়ে তামাশা বন্ধ করুন। নয়তো পরিণতি খুব ভয়াবহ হবে যা হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।