ওসমান প‌রিবা‌র ও তদন্তকারী সংস্থ্যার বিচার চাই‌লেন ত্বকীর বাবা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : ত্বকী হত্যায় ওসমান প‌রিবা‌রের পাশাপাশি তদন্তকারী সংস্থার বিচার দাবী করে নিহতের বাবা রফিউর রাব্বি বলেছেন, এই তদন্তে র‌্যাবের তো একটি সরকারি তদন্তকারী সংস্থা তারা তো ভিক্টিম তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই চার্জশীট করে নাই। যদি তারা মিথ্যা চার্জশীট সংবাদ সম্মেলনে হাজির করে তাহলে সরকারের উচিৎ ‌র‌্যাবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আর যদি তা না হয়ে থাকে সঠিক তদন্ত হয়ে থাকে সেটির বিচার শুরু করা সরকারের দায়িত্ব। ভয় দেখিয়ে এই সমস্ত অপরাধীদের রক্ষা করা যাবে না। যারা বিচার চায় তাদের মুখ বন্ধ করার কোন কারণ নেই। তাদের ভয় পেয়ে বিচার চাওয়া থেকে ছিঁটকে যাবো না। নারায়ণগঞ্জে এর উদাহরণ রয়েছে। ত্বকী হত্যার পরে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এবং প্রমানিত হয়েছে ওসমান পরিবার একটা ঘাতক পরিবার। তারা একটি খুনী পরিবার। এটা সারা দেশে এবং বিশ্বে প্রমাণ হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে ত্বকী হত্যার ৮৩ মাস পূর্তি উপলক্ষ্যে খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত ধারাবাহিক মোমশিখা প্রজ্জ্বালন কর্মসূচীতে রফিউর রাব্বি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এমন কোন মাস নেই হত্যা, খুন, ধর্ষণের বিরুদ্ধে আমাদের রাজপথে দাড়াতে হচ্ছে না। বিচার চাইতে হচ্ছে না। অথচ স্বাভাবিক নিয়মে হত্যা, খুন ও ধর্ষণসহ অপরাধের বিচার হওয়ার কথা ছিল। অপরাধীদের আইনের আওতায় আসবে, সরকার স্বাভাবিক নিয়মে অপরাধীদের বিচার করবে।

সরকার মানুষের নিরাপত্তার নিশ্চিতের শপথ বাক্য পাঠ করলেও তারা শপথ ভঙ্গ করছেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, আপনাকে মাদার অব হিউম্যানিটি বলা হয়। যদি সত্যিই আপনি মাদার অব হিউমিনিটি হয়ে থাকেন তাহলে অবিলম্বে ত্বকী, সাগর-রুনি, তনুসহ সকল হত্যাকান্ডের বিচারের নির্দেশ দিয়ে প্রমাণ দিবেন। এবং অবিলম্বে ত্বকী, সাগর-রুনি,তনু, চঞ্চল, আশিক ভুলুসহ সকল হত্যাকান্ডের বিচার করতে হবে।

এ সময় সংগঠনের সভাপতি ভবানী শঙ্করের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, খেলাঘর আসর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, ন্যাপ জেলার সম্পাদক আওলাদ হোসেন, সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ওয়াকার্স পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি বিমল কান্তি প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত