নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া বলেছেন, নারায়ণগঞ্জ-৫(সদর ও বন্দর) আসনের অবহেলীত ও উপেক্ষিত নেতা-কর্মীদের রক্ষার্থে নৌকার মনোনয়ন প্রত্যাশা করছি ও নৌকার প্রার্থী হবার ঘোষণা দিয়েছি।
১৯৯৬ সালে একজন আমলাকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছিল এবং আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ ছিলাম বলে অত্র আসনে নৌকার বিজয় হয়েছে এবং ১৯৮৪ সাল থেকেই দলকে সুসংগঠিত করতে সর্বদা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, তৃণমূলের ডাকে সাড়া দিয়ে অত্র আসনের বিভিন্ন ইউনিয়নে ৪৮টি উঠান বৈঠক করেছি। নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরছি। ১টি পরিবার নয় নারায়ণগঞ্জের মাটিতে আওয়ামী লীগের জন্য নিবেদিত বহু পরিবার রয়েছে তাই সময় এসেছে তাদেরকে মূল্যায়ন করার। আমাকে আপনারা যোগ্য মনে করলে আমার পক্ষে গণমত গড়ে তুলুন। আমাদের বাহিরে নৌকা আর মনে জাতীয় পার্টি পুষলে চলবেনা। অত্র আসনে আওয়ামী লীগকে বাঁচাতে ও নেতা-কর্মীদের রক্ষার্থে এবার নৌকার বিকল্প নেই। তাই সকলে ঐক্যবদ্ধ হন এবং নৌকার প্রচারণা চালিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে আহবান জানাচ্ছি।
বন্দর উপজেলাধীন মদনপুরে অবস্থিত তার নিজস্ব বাসভবন আরজু হাউসে তার আয়োজনে বৃহস্পতিবার বাঙ্গালীর মুক্তির সনদ ৭ই জুন ১৯৬৬ ঐতিহাসিক ৬ দফা দিবসের সকল শহীদদের বিন¤্র শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপন, ভারত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডি-লিট ডিগ্রী অর্জনে বিশেষ দোয়া ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের সবার জন্য আয়োজিত ইফতার মাহফিলে এক গুরুত্বপূর্ণ বক্তব্যে আরজু রহমান ভূঁইয়া এসব কথাগুলো বলেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলম, সদস্য আ. কাদির ডিলার, এড. ইছহাক, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, বর্তমান প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক সোনা মিয়া, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী সিরাজুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আলী ভান্ডারী, ধর্ম বিষয়ক সম্পাদক গহন আলী দেওয়ান, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুরুজ মিয়া, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল ভূঁইয়া, এড. আল মামুন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আমান উল্লাহ, আওয়ামী লীগ নেতা মুসলিম প্রধান, নাসির উদ্দিন, শামসুল হক মাস্টার, মজিবুর রহমান মেম্বার, মোতালিব মিয়া, মোজাম্মেল হক মুকুল, জাকির হোসেন, ফারুক আহাম্মদ, এবায়েদুল্লাহ মাস্টার, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মুন্সী, যুবলীগ নেতা জাহাঙ্গির আলম ও মোস্তফা ভূইয়া, ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মায়ানুর আহম্মেদ মায়া ও সাধারণ সম্পাদিকা মুন্নী দেওয়ান, মদনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী মাফিয়া আক্তার তানিয়া ও সুমা আক্তার।
আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা মহিলা আওয়ামী লীগের সদস্য মাহমুদা আক্তার পান্না, মহিলা আওয়ামী লীগ নেত্রী পারুল আক্তার, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, সা. সম্পাদক সিরাজুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন যুবলীগ নেতা আল আমিন, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজান, বন্দর থানা তাতী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ মিয়া, মুছাপুর ইউনিয়ন তাঁতী লীগ সভাপতি হাজী আবু সাঈদ, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল, আলীম সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থেকে দোয়ায় ও ইফতারে অংশ নেন।
দোয়ায় বঙ্গবন্ধু, তার পরিবারের নিহত সকল সদস্য, দেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।