ঐক্যবদ্ধ আ‌ল্টি‌মেটাম দি‌লে সরকার ফে‌লে দি‌তে পা‌রে না : এড. মাসুম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম বলেছেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকরা আল্টিমেটাম দিলে সেই আল্টিমেটাম ফেলে দেওয়ার ক্ষমতা সরকারের থাকে না। সাংবাদিকদের মধ্যকার বিভক্তিই সরকারকে উৎসাহিত করেছে সাগর-রুনি হত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য। সাগর-রুনি যখন দেশকে ভালোবেসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছিলো।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করা হয়।

এড.মাহবুবুর রহমান মাসুম বলেন, তদন্তকারী সংস্থা ভালো করে জানে কারা সাগর-রুনিকে হত্যা করেছে। কিন্তু র‌্যাব যখন কোন হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব নেয় তখন কোন অদৃশ্য হাতের ইশারায় এই হত্যাকাণ্ডের বিচার বন্ধ হয়ে যায়। বিচারহীনতার সংষ্কৃতিতে আজকে আমরা নিমজ্জিত।

তিনি আরো বলেন, কিছুদিন আগে সাংবাদিক লিংক‌নের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সেই সন্ত্রাসী গতকাল জামিনে মু‌ক্তি পে‌য়ে‌ছে। এইসব সন্ত্রাসী যারা লালন-পালন করে সেসব অপরাধীদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা কঠিন করতে হবে। আমরা সাংবা‌দিক‌দের উপর সকল হামলা মামলার তীব্র প্র‌তিবাদ ও দিক্কার জানা‌চ্ছি।

সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিট এর সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে কর্মসূচিত সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক ও  দৈনিক সোজাসাপটার সম্পাদক আবু সাউদ আল মাসুদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসেইন স্মিথ, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও লেখক-কলামিস্ট মীর আব্দুল আলিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান কচি, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।দুপুর দেড়টার দিকে পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম।

add-content

আরও খবর

পঠিত