এ পর্যন্ত : নারায়ণগঞ্জে করোনায় মোট ৩৯ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৫ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন ৪১জন করোনা রোগী শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬২৫ জন। নতুন ২ জনসহ নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। এপর্যন্ত  আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন মাত্র ২৫ জন। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে নারায়ণগঞ্জ জেলায় শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত  ২৪ ঘন্টায় নতুন ৩৪ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন  ৫৬৬ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর। আইইডিসিআর এর নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় জেলায়  সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তের সংখ্যা ৪৫১ জন, মারা গেছেন ২৬ জন। জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, রেহাই নেই সিটি করপোরেশনের বাইরে নারায়ণগঞ্জের উপজেলাগুলোতেও। সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৩ জন, মারা গেছেন ৯ জন। বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছন ৯ জন, মারা গেছেন ১ জন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৯ জন, মারা গেছেন একজন। তবে আড়াইহাজার উপজেলায় ১২জন ও  সোনারগাঁ উপজেলায় ১১ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ জন।

add-content

আরও খবর

পঠিত