এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, ১ম দিনে অনুপস্থিত ৩৪৪ পরীক্ষার্থী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার ৪৮টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিলেন ৩৪৪ জন পরীক্ষার্থী।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২৬ হাজার ১৫৩ জন পরীক্ষার্থীর। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৪৩ জন। ভোকেশনালে পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৭০৫ জন, অনুপস্থিত ২৭ জন। দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ৬০০ জন, অনুপস্থিত ছিলেন ৭৪ জন।

জেলায় মোট পাঁচটি উপজেলায় ৪৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১৬টি, বন্দর উপজেলায় ৫টি, সোনারগাঁ উপজেলায় ৯টি, রূপগঞ্জ উপজেলায় ১০টি এবং আড়াইহাজার উপজেলায় ৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে জেলার সকল কোচিং সেন্টার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে চলাচলের নির্ধারিত সীমানা লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হবে।

দুপুর ১২টায় ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের জানান, “নারায়ণগঞ্জে এবার ৩৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কোন সেটে পরীক্ষা হবে তা জানায়। আমরা তখনই তা সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠিয়ে দিই। এখন পর্যন্ত সব কেন্দ্রে সময়মতো প্রশ্নপত্র পৌঁছেছে এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীরা জানিয়েছে, প্রশ্ন সহজ হয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে। এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সবার উচিত সঠিকভাবে পরীক্ষা দিয়ে ভালো ফল অর্জন করা।”

জেলায় পরীক্ষা মনিটর করতে কাজ করছেন প্রায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের কর্মকর্তারা।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে শিক্ষা মন্ত্রণালয় একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ, প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ, প্রশ্নপত্র নিরাপদ পরিবহন ও বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি এবং পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশনা।

add-content

আরও খবর

পঠিত