এখনই সময় জেগে উঠার, আলোর পথের দিশারি হবার : এস.আই আজাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : সোনারগাঁয়ে সন্ত্রাস ও মাদক নিধনে পুরষ্কার প্রাপ্ত এস. আই আজাদ এবার শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে ছুটছে উপজেলার বিভিন্ন শিক্ষাঙ্গণে। শনিবার (২০ জুলাই) সকালে উপজেলার প্রাচীন শিক্ষাঙ্গন সোনারগাঁ জি,আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সাথে ইভটিজিং ও বাল্য বিবাহ নিরোধ সংক্রান্তে সচেতনতামূলক আলোচনা করেন।

আলোচনায় থানার এই চৌকস অফিসার বলেন, এখনই সময় তোমাদের জেগে উঠার, অন্ধকার ছেড়ে আলোর পথের দিশারি হবার। পিতা মাতার পাশাপাশি তোমাদের ও সচেতন হতে হবে । ইভটিজিং ও বাল্য বিবাহ নিরোধে আমাদের প্রশাসন সব সময় মূখ্য ভূমিকা রেখে চলছে। তোমাদের উচিত আমাদের সাপোর্ট করা। তাই তোমাদের পড়াশোনার পাশাপাশি আরো সচেতন হতে হবে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মো: সুলতান মিয়া, মো: কামরুল হাসান, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মো: শাহাদাত হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত