একযুগ পর আবারো ধানের জমিতে ড্রাম সিডার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ড্রাম সিডারের মাধ্যমে নেরিকা মিউট্যান্ট ধান আবাদের ব্যবহারিক প্রদর্শন করেছে বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ আধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১১ টায় বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ নরপদি এলাকায় একটি ধানের জমিতে এই প্রযুক্তির ব্যাবহার বাস্তবায়ণ করা হয়।

বন্দর উপজেলা কৃষি অফিসার মোস্তফা এমরান কৃষদের এই প্রযুক্তি ব্যবহারের কলাকৌশল  উল্লেখ করে এর সুবিধা সম্পর্কে বলেন ড্রাম সিডার যন্ত্রের সাহায্যে কাদা মাটিতে সরাসরি অঙ্কুরিত বীজ বপন একটি শ্রম-সাশ্রয়ী প্রযুক্তি, যার মাধ্যমে ধান চাষাবাদকে লাভজনক করা যেতে পারে। কৃষকের মাঠে ড্রাম সিডার দিয়ে সরাসরি বোনা পদ্ধতিতে ফলন গড়ে প্রায় ১৫% থেকে ২০% বেশি পাওয়া যায় এবং ধান ১০ থেকে ১২ দিন আগে কাটা যায়। ড্রাম সিডার পদ্ধতিতে আবাদ করলে রোপণের তুলনায় আমন মৌসুমে হেক্টর প্রতি প্রায় ৬,০০০ টাকা এবং বোরো মৌসুমে প্রায় ৮০০০ টাকা অধিক মুনাফা অর্জন করা সম্ভব হবে। অধিকন্তু এ পদ্ধতিতে প্রচলিত রোপণের তুলনায় ধানের জীবনকাল প্রায় ১০-২০ দিন কমে যায় এবং ফলন প্রায় ১০-২০% বেশি হয়।

এসময় মোস্তফা এমরান হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ  সংরক্ষন অফিসার জয়নাল আবেদীন, উপ-সহকারী কৃষি অফিসার কাজী আশরাফ উদ্দিন,হেদায়াতুল ইসলাম, তোফায়েল হোসেন, আব্দুর রউফ,কৃষক-কৃষাণীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। চলতি মৌসুমে ড্রাম সিডার ব্যবহার করে প্রতি উপজেলা ২ হেক্টর জমিতে নেরিকা মিউট্যান্ট বীজ বপন করার কথা রয়েছে। উল্লেখ্য, বন্দরে প্রায় এক যুগ বা তার বেশি সময় অন্তর এই  ড্রাম সিডার প্রযুক্তির বাস্তবায়ন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত