উপড়ে নৌকা ভিতরে লাঙ্গল রাখলে চলবে না, প্রমান করতে হবে : আরজু ভূইয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া বলেছেন, ৫০ বছর রাজনীতি করে আজ আমি এ অবস্থানে এসেছি। আওয়ামীলীগ  করতে হলে আমাদের প্রতিটি ঘরে ঘরে যেতে হবে । তাদেরকে বুঝাতে হবে। বর্তমানে আওয়ামীলীগ নেতাকর্মীরা সব কিছু হারিয়ে এখন দ্বিধাদ্বন্দে ভূগছে।

শুক্রবার বিকেল ৪টায় বন্দর উপজেলা আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত ৪৩ নেতার  স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এক সময় কলাগাছিয়া বন্দর ও মুছাপুর ইউনিয়নে নৌকার ঘাঁটি ছিল। বর্তমানে এই তিনটি ইউনিয়ন জাতীয়পাটির দখলে চলে গেছে। আমাদের হাড়িয়ে যাওয়া ইউনিয়নগুলো পূর্নরুদ্ধার করে আওয়ামীলীগের গতি ফিরিয়ে আনার জন্য নেতাকর্মীদের বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। কে বন্দর থানার আওয়ামীলীগের আসল সাধারন সম্পাদক সাগর না আবেদ এই বিষয়ে নেতাকর্মীদেরকে পরিস্কার করে দিতে হবে। উপড়ে নৌকা নৌকা ভিতরে লাঙ্গল পুষে রাখলে চলবে না । আমাদের প্রমান করতে হবে আমরা সাচ্ছা আওয়ামীলীগ কর্মী।

প্রধান আলোচকের বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, ১৯৬৯ সালে নির্বাচনে আমরা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। ৭০ সালে বিশে^র মানচিত্রে লাল সুবজের একটি পতাকা পেয়েছি। এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। কোন ভূমিদস্যু বা চাঁদাবাজরা আওয়ামীলীগ করবেন না। কেউ ভূলেও আওয়ামীলীগের পরিচয় দিবেন না। আমরা মরহুম ডা. সাহাদাত হোসেনের মত আওয়ামীলীগ কর্মী হতে চাই।

তিনি আরো বলেন, আমি বন্দরে সন্তান আমি আরজু ভূইয়া ভাইয়ের ডাকে এখানে এসেছি। বিগত ৯ বছরে আওয়ামীলীগের অস্তিত্ব নেই বন্দরে। জেলার  বা মহানগরের যে কোন নেতা নৌকা প্রতিক নির্বাচন করলে আমরা তাদের সর্মথন করব।

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির উজ্জামানের সভাপতিত্বে একই কমিটির সাধারন সম্পাদক এ.কে.এম ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় স্মরণ সভায়, স্বাগত বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শ্রী ভোলা নাথ দাস, স্মরণ সভায়  বক্তব্য রাখেন, বন্দর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খুরশিদ আলম সাগর, মহানগর শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন।

স্মরন সভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, বন্দর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাজী এরছাল হক, বন্দর থানা আওয়ামীলীগ সদস্য ইসতিয়াক আহাম্মেদ, বন্দর থানা যুবলীগের সাংগঠিনক সম্পাদক এসআই জুয়েল, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা, প্রবীন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আলী ভেন্ডার, আওয়ামীলীগ নেতা মুসলিম প্রধান, বন্দর থানা যুবলীগ সাংগঠনিক সম্পাদক এনআই জুয়েল,সাহাদাত হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী মাহামুদা আক্তার পান্না, কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

যাদের স্মরণে সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে- মরহুম বীরমুক্তিযোদ্ধা ডা. আনিস উদ্দিন, মরহুম ডা. শাহাদাত হোসেন মরহুম ফজলুল করিম চেয়ারম্যান, মরহুম হাজী আবু বক্কর সিদ্দীক, মরহুম বদরুজোহা, মরহুম আক্তারুজ্জামান, মরহুম আব্দুল জলিল মাষ্টার, মরহুম আব্দুল আলী, মরহুম ইসমাইল সরদার, মরহুম আনিসউদ্দিন মাষ্টার, মরহুম আব্দুল রশিদ, মরহুম গিয়াস উদ্দিন, মরহুম এম.এ কুদ্দুস, মরহুম আব্দুল হক, মরহুম সামছুল হক, মরহুম শফিউল্ল্যাহ, মরহুম আলহাজ্ব মোবারক হোসেন মেম্বার, মরহুম নুরুল আমিন, প্রয়াত ডা. সুকুমার হাওলাদার, মরহুম স্বপন রানা, মরহুম আব্দুল আউয়াল, মরহুম বীরমুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, মরহুম খবির উদ্দিন, মরহুম বীরমুক্তিযোদ্ধা বাদল আহাম্মেদ, মরহুম গিয়াস উদ্দিন, মরহুম মোরশেদ আলম বাদল, মরহুম আলী বেপারী, মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, মরহুম আলম চাঁন বেপারী,  মরহুম সেলিম মাহমুদ, মরহুম ইসমাইল হোসেন, মরহুম মহিউদ্দিন, মরহুম আবুল হোসেন বাবুল, মরহুম ইউসুফ মিয়া, মরহুম আবু বকর সিদ্দিক, মরহুম আব্দুর রাজ্জাক ও মরহুম বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মেম্বার।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত